
চোটমুক্ত না হওয়ায় এশিয়া কাপের দল থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় রয়েছেন পেসার ইবাদত হোসেন। তার বিকল্প হতে পারেন খালেদ আহমেদ অথবা তানজীম হাসান সাকিব। খালেদ এশিয়া কাপের ১৭ সদস্যের দলে বাইরে তিনজনের স্ট্যান্ডবাই গ্রুপে আছেন। তাদের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তানজীমও।
গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ-পায়ে চোট পেয়েছিলেন ইবাদত। ছিটকে যান টি-টুয়েন্টি সিরিজ থেকে। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। কিন্তু পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘ইবাদতকে নিয়ে শঙ্কা আছে। কাল ফিজিওর রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না। তবে ইবাদত না গেলে তানজীম সাকিব অথবা খালেদের মধ্যে একজনকে এশিয়া কাপে নেয়া হবে।’
এশিয়া কাপের দলে পাঁচ পেসার রেখেছেন নির্বাচকরা, তাসকিন-হাসান-মোস্তাফিজ-শরিফুলরা মিরপুরের ক্যাম্পে নিয়মিত বোলিং করলেও ইবাদত এখনও আছেন ফিট হওয়ার লড়াইয়ে। অক্টোবরে ভারত বিশ্বকাপে এক্সপ্রেস পেসারকে ফিট পেতে এখন ঝুঁকি নিতে চায় না বিসিবি।
বিজ্ঞাপন