রাজধানী ঢাকার গ্রিনরোডস্থ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভবনের ৭ তলা থেকে পড়ে ইমাম হোসেন (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টারদিকে এ ঘটনা ঘটে। পরে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রথমে ইমাম হোসেনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ক্যামেরা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, ইমাম হোসেন ৯ তলা ভবনের ৭ তলা থেকে লাফিয়ে পড়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইমাম হোসেনের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়। তার বাবার নাম আক্তার হোসেন।