চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এমিরেটসের উড়োজাহাজে হঠাৎ অসুস্থ ১’শ আরোহী

এমিরেটস এয়ারলাইন্সের দুবাই থেকে নিউইয়র্কগামী একটি উড়োজাহাজের ভেতরে ১’শ জন আরোহী অসুস্থ পড়েছেন বলে খবর পাওয়া গেছে। জেএফকে বিমানবন্দরে অবতরণের পর তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এমন গণঅসুস্থ হওয়ার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায় নি। ৫২১ জন আরোহী নিয়ে নিউইয়র্ক যাচ্ছিল উড়োজাহাজটি।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের ভেতরে থাকা ১০০ জন অারোহী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ব্যক্তিরা জ্বর ও কাশিতে আক্রান্ত হয়েছেন।

এই ঘটনার পর ওই উড়োজাহাজটিকে আলাদা করে রাখা হয়েছে।

এমিরেটস এক টুইট বার্তায় জানায়, অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিডিসি এক বিবৃতিতে বলেছে, জনস্বাস্থ্য বিভাগ পুরো ব্যাপারটি খতিয়ে দেখছে। অসুস্থ যাত্রীদের তাপমাত্রা পরীক্ষা করে দেখার পর তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

নিউইয়র্ক শহরের মেয়রও আরোহীদের হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিল ডে ব্লাসিও নামের নিউইয়র্ক মেয়রের একজন মুখপাত্র জানান, বিমানটির যাত্রীদের মধ্যে কয়েকজন এসেছিলেন মক্কা থেকে। সেখানে ফ্লু সংক্রমণ হয়েছে বলে তারা জানতে পেরেছেন। আবার তাদের খাদ্যে বিষক্রিয়াও হতে পারে।