চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এমপি লিটনের অস্ত্রের লাইসেন্স বাতিল

শিশু সৌরভের দুই পায়ে গুলি করার অভিযোগে অভিযুক্ত গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।

রোববার রাতে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ লাইসেন্স বাতিলের বিষয়টি নিশ্চিত করছেন।

Bkash July

শনিবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার এমপি লিটনের আগ্নেয়াস্ত্র প্রত্যাহারের ঘোষণা দেন।

শুক্রবার সকালে এমপি লিটনের ছোঁড়া গুলিতে শিশু সৌরভ দুই পায়ে গুলিবিদ্ধ হয়। আহত সৌরভের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামে। তার বাবার নাম সাজু মিয়া। সৌরভ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

Labaid
BSH
Bellow Post-Green View