Site icon চ্যানেল আই অনলাইন

এবার ভিসা জটিলতায় সামি

মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার প্রাথমিক অনুমোদন পাননি ভারতীয় পেসার মোহাম্মদ সামি। তবে সেদেশের ক্রিকেট বোর্ড-বিসিসিআই কর্মকর্তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত তাকে ভিসার অনুমোদন দেয় মার্কিন দূতাবাস।

৩ অগস্ট, ফ্লোরিডায় টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু করবে ভারত। ক্যারিবীয়দের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম দু’টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে। পেরে যুক্তরাষ্ট্র হয়ে ওয়েস্ট ইন্ডিজে যাবে ভারতীয় ক্রিকেট দল।

বিরাট কোহলির দলের অনান্য সদস্যের ভিসার অনুমোদন হলেও প্রাথমিকভাবে সামির ভিসা বাতিল করে দিয়েছিল মার্কিন দূতাবাস। কারণ হিসেবে বলা হয়, সামির ভিসার আবেদন তার পুলিশ রেকর্ড সম্পূর্ণ ছিল না।

বছরখানেক ধরে স্ত্রী হাসিন জাহানের সঙ্গে আইনি লড়াই চলেছে সামির। তার বিরুদ্ধে নারী-নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগ করেন স্ত্রী হাসিন। যা এখনো আদালতে বিচারাধীন। ফলে ভিসার আবেদন পত্রে পুলিশ রেকর্ডের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় ভারতীয় পেসারকে।

তবে ঘটনা জানার পরই মাঠে নামেন বোর্ডের সিইও রাহুল জোহরি। মার্কিন দূতাবাসে চিঠি পাঠিয়ে, দেশের প্রতি সামির অবদানের কথা লেখেন তিনি। ইংল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে সামির বিশ্বকাপ খেলার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র মার্কিন দূতাবাসে আবার পাঠানো হয়।

স্ত্রী হাসিনের করা অভিযোগের ভিত্তিতে ভারতীয় বোর্ড সামিকে সাময়িকভাবে নিষিদ্ধ করে তদন্ত শুরু করে। কিন্তু তদন্তের পর ডানহাতি পেসারের উপর থেকে নির্বাসন তুল নেয় বিসিসিআই। তারপর ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতীয় দলে ফেরেন সামি।

Exit mobile version