চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এবার বার্সার নজরে থাকা লেভান্ডোভস্কিতে চোখ রিয়ালের

মৌসুমজুড়ে যাদের চোখে চোখে রেখেছিল রিয়াল মাদ্রিদ, একে একে সবাই দিয়ে গেল দাগা। আশা দিয়েও আশা রাখেননি আর্লিং হালান্ড। আসি আসি করে লস ব্লাঙ্কোসদের হতাশ করেছেন কাইলিয়ান এমবাপে। এখন তাই চোখ পড়েছে বার্সার নজরে থাকা রবার্ট লেভান্ডোভস্কিতে। পোলিশ তারকাকে বায়ার্ন থেকে আনার দৌড়ে ঝাঁপাতে প্রস্তুত রিয়াল।

স্প্যানিশ গণমাধ্যমে খবর, ন্যু ক্যাম্পের পথে হাঁটতে শুরু করেছেন লেভান্ডোভস্কি। বায়ার্ন মিউনিখকে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন চলতি মৌসুমেই দীর্ঘ সম্পর্কের ইতি টানছেন। এরপর লেভাকে বার্সার জার্সিতে কল্পনা করতে শুরু করছে কাতালানরা।

Bkash July

৩৩ বর্ষী তারকাকে দলের রাখার দৌড়ে বায়ার্ন ছিটকে গেলে ফাঁকা মাঠে গোল দেবে বার্সা, এমন আলোচনা যখন গরম, সেই আশায় ভাগ বসাতে চলেছে রিয়াল। বার্সার অর্থনৈতিক দুর্দশার সুযোগ লুফে নিতে মুখিয়ে তারা। এমন তথ্য দিচ্ছেন স্প্যানিশ ক্রীড়াসাংবাদিক টমাস গঞ্জালেস মার্টিন।

‘হোয়াইট হাউস ইউরোপীয় কাপ জেতা অব্যাহত রাখতে নতুন খেলোয়াড় দলে টানতে চেষ্টা করছে। লেভান্ডোভস্কি এবং অরেলিয়্যাঁ শুয়ামেনি তালিকার শীর্ষে রয়েছে।’

Reneta June

লেভান্ডোভস্কির সাথে দরকষাকষিতে ব্যস্ত সময় পার করছে বার্সা। যেকোনো দিন আসতে পারে তার বার্সায় যোগ দেয়ার ঘোষণা। এমন সময় এমবাপেকে না পাওয়ার দুঃখ ভুলতে লেভাকে টানতে মরিয়া রিয়াল।

এমবাপে ও হালান্ডের জন্য বিশাল অঙ্কের অর্থ বরাদ্দ করেছিল রিয়াল। দুই ফুটবলারের কাউকেই না পাওয়ায় পুরো টাকা ব্যাংকে জমা পড়ে আছে! টাকা ফেলে না রেখে লেভার পেছনে খাটাতে প্রস্তুত রিয়াল। অর্থের কাছে হেরে যেতে হতে পারে বার্সাকে, লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের কথায়ও তা স্পষ্ট।

‘গত দুই বছরে আপনার যদি ৫০০ মিলিয়ন ইউরোর বেশি লোকসান হয়, তবে আপনাকে আগে সেই অর্থ পুনরুদ্ধার করতে হবে। লেভার বায়ার্নে এখনো একবছর সময় বাকি আছে। সে কত টাকা চায় এবং বায়ার্ন তার বিনিময়ে কত টাকা দাবি করে, তা ভাবতে হবে। এখন পর্যন্ত লেভাকে বার্সায় দেখছি না। অন্যকিছু ঘটতে পারে। খেলোয়াড় বিক্রি যথেষ্ট হতে পারে। তবে বায়ার্ন লেভার জন্য কত দাম হাঁকায় সেটার উপর নির্ভর করছে। লেভা ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। ডি ইয়ং বার্সাকে উদ্ধার করতে পারে। তবে বার্সা তাকে ছাড়ার কথা ভাবছে না।’

ISCREEN
BSH
Bellow Post-Green View