চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

এফডিসিতে পরীমনির তিন গরু কোরবানি, তদারকি করলেন নিজেই

এফডিসি’র এক্সট্রা শিল্পী ও অস্বচ্চল কর্মচারিদের জন্য তিনটি গরু কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। কোরবানির পর নিজে উপস্থিত থেকেই করলেন তদারকি। 

ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নিতে বিগত কয়েক বছর ধরে এফডিসিতে কোরবানি দিয়ে আসছেন জনপ্রিয় এই নায়িকা। ব্যতিক্রম হলো না এবারও।

ঈদের দিন সকাল ১০টার দিকে এফডিসিতে পরীমনির তিনটি গরু কোরবানি দেওয়া হয়। কোরবানির পর মাংস কাটাকাটির সময় পরীমনি নিজেই উপস্থিত থেকে তদারকি করছিলেন। এফডিসির তিন নম্বর ফ্লোরের উল্টাপাশের ভবনের বারান্দায় এমন চিত্র দেখা যায়। সঙ্গে ছিলেন পরীমনির নানা ও চিত্রপরিচালক অপূর্ব রানা।

এ সময় পরীমনি চ্যানেল আই অনলাইনকে বলেন, এফডিসিতে কোরবানি দেওয়ার রীতি যতদিন আমার সামর্থ্য থাকবে চালিয়ে যাবো। অসচ্ছল সহশিল্পীদের জন্যই আমার এই উদ্যোগ। আমার পরিচয় একজন চলচ্চিত্র শিল্পী। তাই চলচ্চিত্রের সঙ্গে জড়িত অসচ্ছলরাও আমার পরিবার।

পরীমনির নানাবাড়ি পিরোজপুর জেলায়। এর আগে সেখানে স্বজনদের সঙ্গে ঈদ কাটাতেন। গত কয়েক বছর ধরে কোরবানি দেওয়ার কারণে ঈদের পরে সেখানে যান। পরীমনি বলেন, কোরবানির ঈদ নানুবাড়িতে (পিরোজপুর) পালন করতাম। সেখানে যারা আমাকে বুকেপিঠে করে মানুষ করেছে, তারা আমার জন্য প্রতিবছর অপেক্ষা করেন।

‘আমি জানি, অনেক শিল্পী-কলাকুশলীদের কোরবানি দেয়ার মতো সামর্থ্য নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি কোরবানির ঈদ আমি এফডিসিতে করবো। যারা কোরবানি দিতে পারেননি, তাদের জন্যই এই কোরবানি।পরীমনি মনে করেন, এবারের ঈদটা তার অন্য বারের চেয়ে আলাদা কেটেছে এবং ঈদ উদযাপন সার্থক হয়েছে। কারণ চলচ্চিত্রের এতগুলো মানুষের কাছে কোরবানির মাংস তুলে দিতে পেরেছেন।’

এদিকে, পরীমনির তিনটি গরু ছাড়াও এফডিসিতে শিল্পী সমিতি ও ডিপজলের পক্ষ থেকে চারটি গরু কোরবানি দেওয়া হয়েছে। এর সঙ্গে সেমাই, চিনি, চাল এগুলো ঈদের শুভেচ্ছা প্যাকেট বানিয়ে সমিতির তালিকাভুক্ত সদস্যদের বাসায় পৌঁছে দিচ্ছে। যারা অস্বচ্ছল, আর্থিক সংকটে ভুগছেন সেসব শিল্পীরা পাবেন কোরবানির মাংস।