চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এনরিকের মেয়ের সাথে প্রেম করতেই বার্সায় তরেস

সপ্তাহ দুয়েক আগে ম্যানচেস্টার সিটি থেকে নিজ দেশের ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন ফেররান তরেস। কিন্তু গতকালই জানা গেল শুধু খেলতেই না নিজের প্রেমিকার জন্যও বার্সায় আসা তার।

বার্সার সাবেক কোচ লুইস এনরিকের কন্যা সিরা মার্টিনেজের সঙ্গে তরেসের প্রেমের কথা জানাজানি হয় ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে তাদের ছবি শেয়ার দেওয়ার পর।

Bkash July

এরই মধ্যে ২১ বছর বয়সী তরেস স্বীকার করে নিয়েছেন সিরার সাথে তার প্রেমের সম্পর্ক।

বার্সেলোনার সমর্থকরা অবশ্য বলে বেড়াচ্ছে, তরেসের স্পেনে ফিরে আসার মূল উদ্দেশ্য সিরার সাথে ডেটিং করা।

Reneta June

তরেসের স্টোরি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সিরা নিজেও। সেই ছবিতে দেখা যাচ্ছে সদ্য ঘোড় দৌড় প্রতিযোগিতায় পদক জয়ী সিরা ঘোড়ার পিঠে চড়ে আছেন। ছবির নিচে তার প্রথম ও তৃতীয় পদক সম্বলিত স্ন্যাপও দেখা গেছে।

এর আগে স্প্যানিশ সেলেব্রিটি ওয়েবসাইট এনব্লাউ গত মাসে তরেস ম্যানসিটিতে থাকা অবস্থায় এক প্রতিবেদনে জানিয়েছিল সিরার সাথে গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছেন তরেস।

এরপর ৫৫ মিলিয়ন ইউরোতে বার্সায় নাম লেখান তিনি।

Labaid
BSH
Bellow Post-Green View