চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এত ভোটার উপস্থিতি কোনোদিন দেখিনি: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন: এত ভোটার উপস্থিতি আগে কোন দিন দেখিনি। ৭০ এর নির্বাচনে যেভাবে মুসলিম লীগের বিদায় হয়েছিল, ২০১৮ সালের নির্বাচনেও জনগণ বিএনপি-জামায়াতের বিদায় ঘণ্টা বাজালো।

মঙ্গলবার বিএসআরএফ সংলাপে অংশ নিয়ে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

Bkash July

এসময় তিনি যোগ করেন: নির্বাচনের ইতিহাসে এবার কম সহিংসতা হয়েছে। সবচেয়ে বেশি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন হয়েছে।

মহাজোটের বিজয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন: উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের প্রতি দৃঢ় অবস্থানের কারণেই মহাজোটের বিজয় নিশ্চিত হয়েছে। অন্যদিকে মনোনয়ন বাণিজ্য, যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন এবং আগুন সন্ত্রাসের কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে।

Reneta June

নিজ এলাকার কথা প্রসঙ্গে তিনি বলেন: গত ১০ বছরে বিএনপি জনজীবনের কোনো রাজনীতি করতে পারেনি। সংসদের ভেতরে এবং বাইরে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেজন্য তাদের ভরাডুবি হয়েছে। আমার এলাকায় অত্যন্ত সুষ্ঠু ভোট হয়েছে। বিএনপি প্রার্থী জনগণের কাছেই যায়নি।

Labaid
BSH
Bellow Post-Green View