আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনীর তকমা নিজের করে নিয়েছেন রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্ক।
মাস্কের নেট আর্থিক সম্পদ ১৮ হাজার পাঁচশ’ কোটি ডলার অতিক্রম করেছে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার টেসলার শেয়ার দর বেড়ে যাওয়ায় শীর্ষ ধনীর স্থানে উঠে এসেছেন টেসলা ও স্পেসএক্স প্রধান।
গত ২০১৭ সাল থেকে শীর্ষ ধনীর খেতাব নিজের করে রেখেছিলেন আমাজনের প্রধান জেফ বেজোস।
চলতি বছর মাস্কের বিদ্যুত চালিত গাড়ি প্রতিষ্ঠান টেসলার মূল্যমান বেড়েছে এবং বুধবার ৭০ হাজার কোটি ডলার বাজার মূল্যমানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি।
বেজোসের সম্পদে প্রভাব ফেলেছে মূলত সাবেক স্ত্রী ম্যাকেনজি স্কটকে ব্যবসায়ের চার শতাংশ দিয়ে দেওয়ার ঘটনাটি। ফলে এগিয়ে গেছেন মাস্ক।