চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘এক মৌসুম বার্সায় বসে আদা-জল খেতে হবে মেসিকে’

লিওনেল মেসির বার্সেলোনায় থেকে যাওয়া বোকামি, এমন মনে করেন মেক্সিকান কিংবদন্তি হুগো সানচেজ। বাবা ও এজেন্ট হোর্হে মেসি ছেলেকে ভুল পরামর্শ দিয়েছেন বলেও মত রিয়াল মাদ্রিদ সাবেকের।

দশদিন টানাপোড়েনের পর শুক্রবার বার্সায় আরও এক মৌসুম থেকে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান মেসি। তার আগে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ন্যু ক্যাম্প ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে ফুটবল বিশ্বের মনোযোগ নাড়িয়ে দিয়েছিলেন বার্সা অধিনায়ক।

Bkash July

ব্যুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাব ছাড়ার কথা জানানো মেসির অন্যতম ভুল বলে ইএসপিএন এফসিকে জানিয়েছেন সানচেজ। সিদ্ধান্ত নিতে যে দ্বিধায় ভুগছেন মেসি, ফ্যাক্সেই নাকি সেই দুর্বলতা প্রকাশ পেয়ে গেছে, ‘অসময়ে ব্যুরোফ্যাক্স ক্লাব সভাপতির মর্যাদা বাড়িয়ে দিয়েছে আর তিনি মেসিকে দুর্বল বানাতে সময় পেয়েছেন।’

‘মেসির এছাড়া কোনো উপায়ও ছিল না অবশ্য। কারণ তার বাবা এবং আইনি সংস্থা থেকে সে ভুল পরামর্শ পেয়েছে প্রতিনিয়ত। তারা ব্যুরোফ্যাক্সটা জমিয়ে রাখতে পারতো। এর কারণে দলের কাছে মেসির দুর্বল একটা ছবি ফুটে উঠেছে।’

Reneta June

‘কাকতালীয়ভাবে মেসির আইনজীবী আগে বার্সেলোনার হয়ে কাজ করেছে। স্বার্থের সংঘাত বুঝতে পেরেই কাতালান ক্লাবটি তাদের কৌশল বদলে ফেলেছে। যদি মেসি আর তার বাবা বার্সা ছাড়তেই চাইত, তাহলে তাদের সময় নষ্ট করার কোনো দরকার ছিল না।’

২০২১ সালে বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। চাইলে তখন বিনা ট্রান্সফার ফিতে ম্যানসিটি, পিএসজি কিংবা ইন্টার মিলানে যেতে পারবেন আর্জেন্টাইন তারকা। এই এক মৌসুমে মেসি তেমন কিছু জিততে পারবেন না বলেই মনে করেন সানচেজ।

‘মেসির আর কোনো উপায় নেই। আগামী এক মৌসুম বসে বসে আদা-জল খাওয়া ছাড়া। সে শিরোপা জিততে পছন্দ করে। তার উচিৎ ছিল এমন একটা দলে যাওয়া যারা শিরোপা জেতার মতো। মেসির উচিৎ ছিল আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজেকে সেরা প্রমাণিত করা।’

‘সমস্যা হচ্ছে বার্সেলোনা আগামী মৌসুমে মেসিকে ধোঁকায় ফেলে দেবে, সে নিজেই নিজের ব্যবহার আর খেলা দিয়ে বুঝতে পারবে যে সে এখন আর আগের মতো তরুণ নেই, যে ছোটাছুটি করতে পারবে।’

Labaid
BSH
Bellow Post-Green View