চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড বিজয়ের

রান করায় দুর্দান্ত ধারাবাহিকতায় অসাধারণ এক রেকর্ডে নাম লেখালেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এক আসরে সর্বোচ্চ রানের মালিক এখন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ওপেনার।

ডিপিএল লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি ছিল ২০১৯ সালে করা সাইফ হাসানের, ১৬ ম্যাচে ৮১৪ রান। সেটি বিজয় টপকান বৃহস্পতিবার। নিজেদের দলের ১২তম ম্যাচেও দারুণ এক ফিফটি পান তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে রেকর্ড থেকে ৯ রান দূরে ছিলেন বিজয়। ম্যাচে ফিফটি করে লিগে পেরিয়ে যান সাড়ে আটশ রানের মাইলফলক।

দুই সেঞ্চুরি, সাত ফিফটিতে একশর কাছাকাছি স্ট্রাইক রেটে বিজয় পেরিয়েছেন এই মাইলফলক।

Labaid
BSH
Bellow Post-Green View