চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এক্স-রে’তে দেখা গেল পেটে ১০ সোনার বার!

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটে মিলেছে ১০ সোনার বার। বুধবার দুপুরে এ ঘটনায় আটক করা হয়েছে সোনার বার বহনকারী ২৮ বছর বয়সী রমজান আলীকে।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে রমজান আলী নামে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু তিনি তার কাছে স্বর্ণ থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এরপর কাস্টমস কর্তৃপক্ষ তাকে ক্লিনিকে নিয়ে যায় এবং তার তলপেট থেকে এক্স-রে করে সোনার বারের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

Bkash July

পরবর্তীতে তাকে কাস্টমস কর্তৃপক্ষ শৌচাগারে পাঠালে তিনি সেখান থেকে বের হয়ে সোনার বারগুলো কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেন।

তিনি ফ্লাইট ৫৩১-এ করে সংযুক্ত আরব অামিরাত থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

Labaid
BSH
Bellow Post-Green View