চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

একই সময়ে মাঠে দেখা যেতে পারে টাইগারদের ‘দুটি জাতীয় দল’

KSRM

পাইপলাইন বড় হচ্ছে। ধীরে ধীরে তরুণরা জায়গা শক্ত করছেন জাতীয় দলে। বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়রাও টাইগার স্কোয়াডে ঢুকে পড়ছেন। বাড়ছে প্রতিযোগিতা।

প্রতিভাবান খেলোয়াড় বাড়ায় দুটি জাতীয় দল করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর একই সময়ে মাঠে দেখা যেতে পারে দুটি বাংলাদেশ দলকে।

Bkash July

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন নতুন পরিকল্পনার কথা জানান। বলেন, ‘বিশ্বকাপের পর পাকিস্তান আসবে বাংলাদেশে, আমরা নিউজিল্যান্ড যাব। একই সময়ে দুটি সিরিজ হতে পারে।

‘শুধু বলবো যে, অস্থির হবেন না। এমন পরিস্থিতিতে নতুন কিছু খেলোয়াড় খেলবে, একটা-দুইটা ম্যাচ খারাপ খেলতে পারে, তাতে হুলস্থূল করা যাবে না। একটু ধৈর্য ধরুন, সময় দিলে আমার ধারণা দুইটা জাতীয় দল গঠন করা সম্ভব।’

Reneta June

ক্রিকেট ইতিহাসে একই সময়ে দুটি ভিন্ন জাতীয় দলের খেলার ঘটনা বিরল নয়। ১৯৩০ সালের ১১ ও ১২ জানুয়ারি নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভিন্ন দুটি দল টেস্ট খেলেছিল ইংল্যান্ডের। ১৯৯৮ সালে ভারতের একটি দল কমনওয়েলথ গেমসে আর অন্য দল কানাডায় সাহারা কাপে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল।

করোনাভাইরাসের মধ্যে ক্রিকেটের কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের (বায়ো বাবল) মধ্যে। স্থগিত হওয়া সিরিজগুলো নতুন করে না হলে আর্থিক ক্ষতির শঙ্কা রয়েছে। ফলে ব্যস্ত সূচিতে বেশ বেগ পেতে হচ্ছে ক্রিকেট বোর্ড আর ক্রিকেটারদের।

কিছুদিন আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে ভিন্ন দুটি জাতীয় দল পাঠাতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সে পথে হাঁটতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও।

বিজ্ঞাপন