বিজ্ঞাপন
উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে শুরু হয়েছে দ্বিবার্ষিক বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। এদিন নির্ধারিত সময়ের আগে থেকেই এফডিসিতে আসতে থাকেন অভিনয়শিল্পীরা।
সকাল থেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে থাকেন চলচ্চিত্রের বহু সিনিয়র ও জুনিয়র শিল্পীরা। এদিন দুপুর ১টার দিকে ভোট দেন চিত্রনায়ক শাকিল খান। এই নির্বাচনে তিনি শুধু একজন সাধারণ ভোটার নন, কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যকরী সদস্য পদপ্রার্থীও।
নির্বাচনে অংশ নেয়ার কারণ জানিয়ে এসময় শাকিল গণমাধ্যমকর্মীদের বলেন,‘সত্যিকার অর্থে এবার শিল্পী সমিতির নির্বাচন করার ইচ্ছা ছিল না। কাঞ্চন ভাই যখন আমাকে বললেন, শাকিল আমরা একটা সুন্দর প্যানেল করেছি। তুমি আমাদের সঙ্গে থাকতে পারো। পরে তার কথাতেই আমি নির্বাচনে এসেছি।’
‘বিয়ের ফুল’ এর অভিনেতা বলেন, ‘এই ভোটে জিতলে কোটি কোটি টাকা পাব না। এখানে শিল্পীদের একজন অভিভাবক দরকার, যে লোকটি শিল্পীদের টেককেয়ার করতে পারবে। আমি সেই টিমে থাকতে পারলে, শিল্পীদের যদি কোনো কাজে আসতে পারি, ভালো লাগবে।’
এসময় তিনি বিগত দিনে সদস্য পদ হারানো শিল্পীদের নিয়ে বলেন, ‘ছোটবড় আমরা সবাই শিল্পী। কোনো বিভেদ চাই না। হিরো বলে অন্যদের ছোট করে দেখবো না। বিগত দিনে যারা বাদ পড়েছে তাদের শিল্পী সমিতির ভোটার তালিকায় আনা উচিত।’
এই নির্বাচনে হেরে গেলেও শিল্পীদের পাশে থাকবেন জানিয়ে শাকিল খান বলেন, ‘শিল্পীরা জাতির কাছে ঋণী। তাই শিল্পীদের অনেক দায়বদ্ধতা আছে। আমি আজকে এই অবস্থানে নাও থাকতে পারতাম। ভোটে হেরে গেলেও শিল্পীদের পাশে থাকবো।’
বিজ্ঞাপন