সারাদেশের সাথে এক যোগে প্রকাশ পেয়েছে সৌদি আরবের বন্দর নগরীর জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল। এবারের পরীক্ষার এ প্রতিষ্ঠান পাশের হার শতভাগ।

প্রতিষ্ঠানটিতে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৯ জন। এদের মধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ২৮ জন, জিপিএ ফোর পেয়েছে ২৩ জন, জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছে ৭ জন ও জিপিএ থ্রি পেয়েছে একজন।
প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হুমায়ূন কবীর জেদ্দায় চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানান। ফলাফলে উৎফুল্ল প্রতিষ্ঠানটির ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা।