ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে জায়গা হয়নি কেবলমাত্র টেস্ট খেলা চালিয়ে যাওয়া চার অভিজ্ঞ আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, ইশান্ত শর্মা ও ঋদ্ধিমান সাহার। জায়গা হারিয়ে তিনজন কষ্ট চেপে রাখলেও ঋদ্ধিমান প্রশ্ন তুলেছেন কোচ রাহুল দ্রাবিড়ের ভূমিকা নিয়ে। ঋদ্ধির কথায় দুঃখ না পেয়ে অবশ্য দ্রাবিড় খোলাসা করেছেন দলে না রাখার কারণ।
‘সত্যি বলতে ঋদ্ধির কথায় মোটেও আহত নই। তার কৃতিত্ব ও ভারতের ক্রিকেটে তার অর্জনের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। আমার মনে হয়েছে দলে সততা ও স্বচ্ছতা আনা প্রয়োজন। তাই, তার সাথে কথা বলেছি। দল নির্বাচন করার আগে সবার সাথে কথা বলি। আশাও করি না যে তারা সবসময় আমার কথার সাথে একমত হবে।’
‘দল ঘোষণার আগে সবার সাথে কথা বলি যেন এ নিয়ে প্রশ্ন উঠলে তার যথার্থ ব্যাখ্যা দিতে পারি। তাই অনেক কিছুতেই ক্রিকেটাররা দুঃখ পেতে পারেন। সাহাকে বাদ দেয়ার পেছনে যুক্তি ছিল রিশভ পান্ট উইকেটরক্ষক হিসেবে তার জায়গা নিশ্চিত করে ফেলেছেন। এই মুহূর্তে সাহা আমাদের পরিকল্পনায় নেই। এই বাস্তবতা তাকে মেনে নিতে হবে। আমরা নতুন কাউকে চাইছি। তাকে এই কঠিন বাস্তবতা বোঝানোর চেষ্টা করেছি। তাকে ভিন্ন কিছু নিয়ে ভাবতে পরামর্শ দিয়েছি।’
৩৭-এ পা রাখা সাহা সবসময় দুর্ভাগা। ধোনির দলে কখনোয় নিয়মিত ছিলেন না। মাঝে বিরাটের দলে সুযোগ পেয়ে ভালোই খেলছিলেন। চোটে তার পরিবর্তে জায়গা পান পান্ট। এই সময়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকায় শতক হাঁকিয়ে দলে জায়গা পাকা করে ফেলেন পান্ট। সাহাকে বাদ দেয়া ছাড়া তাই উপায় ছিল না দ্রাবিড়ের। বয়স বেশি হওয়ায় ব্যাকআপ হিসেবেও বিবেচনা করা যাচ্ছে না। তাই ৪০ টেস্ট খেলা সাহার ফেরার সম্ভাবনা কমই।

ইশান্ত শর্মার বয়স বেশি না হলেও তাকে টক্কর দিচ্ছেন তরুণ সিরাজ। আপাতত সিরাজকে নিয়েই ভাবছেন দ্রাবিড়।
পূজারা-রাহানের ব্যাপার কিছুটা ব্যতিক্রম। রক্ষণাত্মক ক্রিকেট খেলে সুনাম কুড়ালেও দ্রাবিড় খুঁজছেন আক্রমণাত্মক ক্রিকেট খেলা কাউকে। তবে অবাক করেছে রাহানের বাদ পড়া। যে সবশেষ সব সফরে প্রয়োজনে ত্রাতা হয়েছেন, লড়াই চালিয়ে গেছেন, তার বাদ পড়ার বিস্ময়করই।
২৪ ফেব্রুয়ারি টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে লঙ্কানদের ভারত সফর। এরপর ৪ মার্চ মোহালিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে নতুন অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে।