চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

উন্নত দেশ গড়তে নারীদের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: আমাদের সমাজের অর্ধেক নারী, তাদের জন্য সুযোগ তৈরি করে দিতে হবে। উন্নত দেশ করতে নারী পুরুষ একসাথে কাজ করতে হবে।

মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত সফরের প্রথম দিন বিশ্ব নারী দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। পরে দুবাই এক্সপোতে বাংলাদেশ প্যাভেলিয়ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

পৃথিবীর একশ বিরানব্বইটি দেশ নিজেদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছেন দুবাই এক্সপোতে। এছাড়া নিজে দেশের রপ্তানী যোগ্য পণ্যগুলো প্রদর্শণের মাধ্যমে উদ্যোক্তাদের উদ্ভুব্ধ করছেন বিনিয়োগ বাণিজ্যে। উন্নয়নশীল দেশ বাংলাদেশও দুবাই এক্সপোতে নিজ দেশকে এনেছেন বর্হিবিশ্বে।

দুবাই সফরের প্রথম দিন দুবাই এক্সপোর অনুষ্ঠানস্থলে বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন নারী অধিকার রক্ষা, জেন্ডার সমতা, নারী শিক্ষার মতো ইস্যুগুলো।

প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ সব সময়েই নারীদের অধিকার রক্ষায় সচেষ্ট, উদাহরণ দেন যেখানে দেশের শীর্ষ সব পদে যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করছেন নারীরা ।

প্রধানমন্ত্রী নারী দিবসের অনুষ্ঠান শেষে বাংলাদেশ প্যাভেলিয়ন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Labaid
BSH
Bellow Post-Green View