আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলা হয়েছে। হামলায় তিনি সামান্য আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে নির্বাচনী গণসংযোগের সময় রাজধানীর গাবতলীতে তার উপর এই হামলা হয়।
হামলার ঘটনার পরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, আমরা কোনো ভয়-ভীতি, হামলাতেই পিছিয়ে যাবো না। একটু আগে আমরা ইতিবাচক ভাবনা থেকেই প্রচারণা শুরু করেছিলাম। কিন্তু পেছন থেকে কাপুরুষের মতো হামলা করা হয়েছে। পুলিশের সামনেই হামলা করা হয়েছে। তাতেও আমরা পিছু হটবো না।
আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাকে কেন্দ্র করে দুই সিটিতেই চলছে প্রার্থীদের প্রচারণা।