অতনু বসুর পরিচালনায় উত্তম কুমারের জীবনের নানা অজানা দিক নিয়ে আসছে ‘অচেনা উত্তম’। মহানায়কের ভূমিকায় অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, সুচিত্রা সেনের ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে। গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।
অতনু এর আগেও ‘আত্মজ’, ‘ব্ল্যাক কফি’, ‘বিপ্লব আজ ও কাল’-এর মতো ছবি বানিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। নতুন বছরের সব থেকে বড় বাজেটের ছবি হবে এটি।
উত্তম কুমারের শৈশব, ক্যারিয়ারের উত্থান-পতন এবং অনেক অজানা বিষয় তুলে ধরা হবে ছবিতে।
শাশ্বত-ঋতুপর্ণা ছাড়াও ছবিতে প্রায় ৭০জন শিল্পী অভিনয় করছেন। সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের ‘রানিমা’ দিতিপ্রিয়া রায়। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন সম্পূর্ণা লাহিড়ী। সুপ্রিয়া দেবীর চরিত্রে অভিনয় করছেন সায়ন্তনী রায় চৌধুরী। তরুণ কুমারের ভূমিকায় থাকছে বিশ্বনাথ বসু। অরিন্দল বাগচীকে দেখা যাবে সলিল দত্তর চরিত্রে। ডা. লালমোহন মুখোপাধ্যায় হচ্ছেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। উত্তমকুমারের ছেলে গৌতমের চরিত্রে অভিনয় করছেন অনুভব কাঞ্জিলাল। সুপ্রিয় দত্ত ছিলেন বশির আহমেদ। আর অল্প বয়েসের উত্তমকুমারের চরিত্রে অভিনয় করছেন নবাগত তীর্থরাজ বসু। অল্প বয়সের গৌরী দেবী হচ্ছেন স্নেহা দাস।

এপ্রিলে শুরু হবে ছবির শুটিং। কলকাতা ছাড়াও উত্তরবঙ্গে হবে শুটিং করা হবে। পূজাতে ‘অচেনা উত্তম’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজক ও পরিচালকের। -টাইমস অব ইন্ডিয়া