এবারের ঈদে মুক্তি পাচ্ছে তারকা সংগীতশিল্পী রঞ্জন চৌধুরীর একক গান ‘কথার কথা’। মেলোডি ধাঁচের গানটি ২৬ এপ্রিল মুক্তি পাবে।
গানটির গীতিকার শাহীন আনোয়ার, সুর করেছেন রঞ্জন চৌধুরী নিজেই। গানটির সংগীতায়োজন করেছেন সব্যসাচী রনি, মিক্স এবং মাস্টারিংয়ে আছেন কনক।
গানটি নিয়ে রঞ্জন চৌধুরী বলেন, ‘আগের গানগুলোর মতই এই গানটির ভাল মন্দ শ্রোতারাই বিচার করবেন বলে আমার বিশ্বাস।’
এই শিল্পী আরও বলেন, শাহীন আনোয়ার আমার পছন্দের গীতিকবিদের একজন। যার প্রতি আমার শ্রদ্ধা অপরিসীম। প্রতিভাবান কমপোজার সব্যসাচী রনি এই গানটির সংগীতায়োজনে তার প্রতিভার প্রমাণ রেখেছেন। শ্রোতারা সংগীতায়োজনে সম্পূর্ণ নতুনত্বের স্বাদ পাবেন।

এর আগে রঞ্জনের প্রকাশিত এমন করে বোলোনা, ও চোখে দেখেছি, আছি অপেক্ষায়, ও আকাশ, আকাশ তলে তুমি আমি, মধুলিকার সাথে এ মধুর আলাপন এবং শুভমিতার সাথে ‘বলো তো তুমি’ শ্রোতাদের মন জয় করেছে।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত কণ্ঠসৈনিক প্রবাল চৌধুরীর কনিষ্ঠ পুত্র রঞ্জন চৌধুরী টেবিল টেনিসে পাঁচ বারের জাতীয় চ্যাম্পিয়ন এবং পেশায় একজন দন্ত চিকিৎসক। জাতীয় দলের অধিনায়ক এবং মূল খেলোয়াড় থাকা অবস্থায় জাতীয় দল থেকে ৫ মাস আগে অবসর গ্রহণ করেন। ক্রীড়াঙ্গনে রঞ্জন, মানস নামে সবার নিকট পরিচিত।