
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের দিন চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:
সিনেমা:
এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখবেন সময়ের আলোচিত সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নূরুল আলম আতিক। অভিনয় করেছেন আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।
টেলিছবি:
‘শেষ দেখা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
নাটক:
নাটক ‘হারাধনের একটি বাগান’। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজনীন চুমকি, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ। প্রচার হবে রাত ৭টা ৪০ মিনিটে।

নাটক ‘একজন সুস্থ মানুষের শেষ চিঠি’। গল্প রাবেয়া খাতুন, পরিচালনায় আবুল হায়াত। অভিনয়ে ইরেশ যাকের, জাকিয়া বারি মম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।
এছাড়া ঈদের ৮ দিনব্যাপী প্রতিদিনের বিশেষ ধারাবাহিক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ দেখানো হবে প্রতি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ থেকে বরাবরের মতো এই গল্পে নাটকটি নির্মাণ করেছে গুণী অভিনেতা আফজাল হোসেন।
বিজ্ঞাপন