ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল ফিতরেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা।
এসকল অনুষ্ঠানমালায় চলচ্চিত্র ছাড়াও থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো, রান্নার অনুষ্ঠান এবং কৃষকের ঈদ আনন্দ।
তারই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিন চ্যানেল আইয়ে থাকছে যেসব অনুষ্ঠান:
সিনেমা:
এদিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখবেন
প্রশংসিত ছবি ‘গণ্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আরও আছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জী প্রমুখ।
টেলিছবি:
টেলিফিল্ম ‘ম্যাটিনি শো’। রচনা জাকারিয়া সৌখিন, পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, আশরাফুল সোহাগ, হিরু খান প্রমুখ। প্রচার হবে দুপুর ২টা ৩০ মিনিটে।
একই দিন বিকেল ৪টা ৩০ মিনিটে দেখানো হবে টেলিফিল্ম ‘লাস্ট উইশ’। রচনা নাহিদুল ইসলাম ও পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে সাবিলা নূর, শাওন, রিফাত চৌধুরী, আহমেদ ফারুক, আজম খান প্রমুখ।

নাটক:
নাটক ‘বয়স একটি সংখ্যা’। রচনা ও পরিচালনায় ফেরদৌস হাসান। অভিনয়ে সজল, সারওয়াত আজাদ বৃষ্টি, আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান প্রমুখ। দেখানো হবে রাত ৭টা ৪০ মিনিটে।
নাটক ‘এ্যারেঞ্জ ম্যারেজ’। রচনা ও পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সাফা কবীর, সাবেরী আলম প্রমুখ। প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে।
এছাড়া ঈদের ৮ দিনব্যাপী প্রতিদিনের বিশেষ ধারাবাহিক ‘সৈয়দপুরের সৈয়দ সাহেব’ দেখানো হবে প্রতি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। প্রখ্যাত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ থেকে বরাবরের মতো এই গল্পে নাটকটি নির্মাণ করেছে গুণী অভিনেতা আফজাল হোসেন।