চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঈদযাত্রার আগাম বাসের টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতরকে সামনে রেখে আগাম বাসের টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। আসন থাকাসাপেক্ষে টিকিট বিক্রি চলবে।

তবে শুক্রবার ভোর ৫ টা থেকেই কাঙ্ক্ষিত টিকিট পেতে আন্তঃজেলা বাস টার্মিনালগুলোতে আগাম টিকিটের জন্য যাত্রীদের ভিড় দেখা যায়। তবে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা থাকায় এ বছর দীর্ঘ লাইন সকাল থেকে দেখা যায়নি।

Bkash July

বাস কোম্পানীগুলো টিকিট কাটার জন্য যাত্রীদের দাড়ানোর বিশেষ ব্যবস্থা রেখেছে। সকাল ৬ থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬ পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

এদিকে, বাস কতৃপক্ষ বলেছে, ছুটির দিন হওয়ার কারণে আজকে ভিড় কিছুটা বেশি হবে। বেশির ভাগ যাত্রী ৩০ এবং ৩ মে এর টিকিটের জন্য অপেক্ষা করছে।

Reneta June

এবং বলা হচ্ছে ৩১ মে শুক্রবার এবং ১ জুন শনিবার ছুটি হওয়ার কারণে অনেকেই আগে থেকেই ছুটি নিয়ে বাড়িতে চলে যাবেন।  এছাড়া ৪ জুন থেকে তিনদিনের ঈদের ছুটি রয়েছে।

ঈদে টার্মিনালের ভিড় কমাতে বরাবরের মতো দেশ ট্রাভেল এবং ন্যাশনাল ট্রাভেল তাদের টিকেট অনলাইনে দিচ্ছে।

বাস কতৃপক্ষ জানিয়েছে আগামী তিন দিন টিকেট থাকা সাপেক্ষে টিকিট বিক্রি করা হবে।

Labaid
BSH
Bellow Post-Green View