চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ঈদুল আযহায় চ্যানেল আই: ৮ দিনে ১৪ নাটক

চ্যানেল আইয়ের পর্দায় নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত…

চলতি বছরের শুরু থেকেই গভীর বেদনায় পৃথিবী আচ্ছন্ন। তবুও থেমে থাকে না আনন্দ উৎসব। সুস্থ ও সুরক্ষিত থেকে গেল ঈদুল ফিতরও উদযাপন করেছেন সবাই। মাস ঘুরে সামনে আবার সবচেয়ে বড় উৎসব, ঈদুল আযহা। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব।

এতো প্রতিকূলতার মধ্যেও ঈদুল ফিতরের মতো ঈদুল আযহাতেও ৮ দিনব্যাপী চ্যানেল আই সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতাদের নির্মাণে এবং শীর্ষ শিল্পীদের অভিনয়ে নতুন নাটক, টেলিফিল্ম, গানের অনুষ্ঠান, তারকাদের আড্ডা, গেম শো।

Bkash July

ঈদুল আযহার অনুষ্ঠানমালায় চ্যানেল আই’তে প্রচার হবে জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত এবং খ্যাতিমান রচয়িতা ও নির্মাতাদের পরিচালনায় ১৪ নাটক। নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত:

ঈদের আগের দিন: রেজানুর রহমান নাটক ‘একটি প্রার্থনার গল্প’ প্রচার হবে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে সুমনা সোমা, মোহাম্মদ বারী, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ।

Reneta June

ঈদের দিন: ‘ক্রিস্টালের রাজহাঁস’ নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে। মূল গল্প রাবেয়া খাতুন। মাসুম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়ে ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, মুনিরা মিঠু।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’। শাহরিয়ার তাসদিকের রচনায় এটি পরিচালনা করেছেন বিশ্বজিত দত্ত। অভিনয়ে মোশারফ করিম, জাকিয়া বারি মম প্রমুখ।

ঈদের ২য় দিন: নাটক ‘ধাঁধার থেকেও জটিল তুমি’ রচনা সারওয়াত রেজা জিমি ও পরিচালনায় তুহিন হোসেন। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ।

একইদিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ভারপ্রাপ্ত হাজব্যান্ড’। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন সারিকা, নাঈম প্রমুখ।

ঈদের ৩য় দিন: নাটক ‘বংশপ্রদীপ’। শৌর্য দীপ্ত সূর্যের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন সোহেল রানা। অভিনয়ে জাহিদ হাসান, ইমু শিকদার, শ্রাবন্তী শ্রাবণ প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বিহঙ্গ প্রেম’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সুমন আনোয়ার।এতে অভিনয় করেছেন আফরান নিশো, মৌসুমী হামিদ প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘আধাঁরের আলোকমালা’ দেখানো হবে ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা সায়মা সুলতানা মিরা এবং পরিচালনায় কামরুল হক সরকার। অভিনয়ে মেহজাবিন চৌধুরী, নাঈম, সামিয়া সাইদ প্রমুখ।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘সাদা পায়রা’। রচনা ও পরিচালনা করেছেন আরিফ রহমান। অভিনয়ে অপূর্ব, নাদিয়া আহমেদ, তারিক স্বপন প্রমুখ।

ঈদের ৫ম দিন: ‘ভালোবাসার টপফোর’ নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে। রচনা শাহরিয়ার তাসজিদ ও পরিচালনায় খাইরুল পাপন। অভিনয়ে ইরফান সাজ্জাদ, শবনম ফারিয়া, খায়রুল বাশার, মিলি বাশার প্রমুখ।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বেদনার লকডাউন’। প্রীতি দত্ত’র রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, মুহাইমুন মম, মিলি বাশার, সৌমিক প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘আমার একটাই বউ’। রচনা আবদুল্লাহ আল মুক্তাদির ও পরিচালনায় তানভীর হোসেন। অভিনয়ে ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিয়া, মুনিরা মিঠু প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘করোনা কীর্তিকলাপ’। রাজিব রসুলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন রিফাত চৌধুরী, মুনিরা মিঠু, কচি খন্দকার, তারিক স্বপন, ফারুক আহমেদ, সাহেদ প্রমুখ।

ঈদের ৭ম দিন: নাটক ‘অন্য নাটকের গল্প’ দেখানো হবে ঈদের ৭ম দিন রাত ৯টা ৩৫ মিনিটে। ইরাজ আহমেদ রচিত এ নাটকটি পরিচালনা করেছেন সতীর্থ রহমান। অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, সাজু খাদেম, শিনা খান, কল্যান কোরইয়া, সতীর্থ রহমান প্রমুখ।

Labaid
BSH
Bellow Post-Green View