ঈদের কেনাকাটায় সরগরম হয়ে উঠেছে রাজধানীর ছোট বড় শপিংমলগুলো। দেশীয় পোশাকের প্রতি মধ্যবিত্ত এবং তরুণদের রয়েছে আলাদা আগ্রহ। ঈদ যত ঘনিয়ে আসছে বিক্রিও তত বাড়ছে বলে জানান বিক্রেতারা।
ঈদের বাকি মাত্র এক সপ্তাহ। সময় অল্প তাই কর্মব্যস্ত মানুষ কাজের ফাঁকে সেরে নিচ্ছেন ঈদের প্রয়োজনীয় কেনাকাটা। রুচি এবং সাধ্যের মধ্যে কেনাকাটায় তরুণ এবং মধ্যবিত্ত শ্রেনীর মানুষের পছন্দ শাহবাগের আজিজ সুপার মার্কেট। দেশীয় কাপড়ের তৈরি পাঞ্জাবি, শার্ট এবং টি-শার্টের ওপর বাহারি ডিজাইনের পসরা থেকে বেছে নিচ্ছেন নিজেরটা।
পরিবারের সকল সদস্যের চাহিদা মতো পোশাকটি খুঁজে নিতে অনেকেই আসছেন সপরিবারে। দেশে উৎপাদিত কাপড় সুতা এবং রংয়ের ব্যবহারে ক্রেতাদের চাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছেন এই মার্কেটের কয়েকশ’ ব্যবসায়ী।
বিশেষ করে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সাধ্যের কথা ভেবেই পোষাকের দাম হাতের নাগালে রাখছেন তারা।এ সপ্তাহে বিক্রিবাট্টা আরো বাড়বে বলে জানান বিক্রেতারা।
