চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইসরায়েলের ব্যস্ততম সড়কে বন্দুকধারীর হামলা, নিহত ২

ইসরায়েলে মাত্র দুই সপ্তাহের মধ্যে চতুর্থ বারের মতো বন্দুকধারীর হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। ইসরায়েলের তেল আবিবের কেন্দ্রস্থলে এ হামলার ঘটনায় অন্তত একজন বন্দুকধারীর সম্পৃক্ততার কথা জানিয়েছে বিবিসি।

বার এবং রেস্তোরাঁর জন্য পরিচিত ব্যস্ততম ডিজেনগফ সড়কে গুলি চালানো হয়৷ নিরাপত্তা বাহিনী বন্দুকধারীকে খুঁজছে এবং লোকজনকে ঘরে অবস্থান করতে বলেছে।

Bkash July

বিবিসি জানায়, এটি ইসরায়েলি আরব এবং ফিলিস্তিনিদের দ্বারা আক্রমণের একটি প্রবাহ যার ফলে ১১ জন নিহত হয়।

ইসরায়েলের জরুরি পরিষেবাগুলির একজন মুখপাত্র বলেছেন, হামলার পরে নয়জনকে হাসপাতালে আনা হয়েছিল এবং তেল আবিবের ইচিলভ হাসপাতালের ডাক্তাররা বলেন, এর মধ্যে চারজন মৃত্যুর সাথে লড়াই করছে।

Reneta June

বৃহস্পতিবার রাতে জারি করা এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নাফতালি বেনেট নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী যেখানেই থাকুক তাকে আমরা খুঁজে বের করবো। যারা তাদের পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সাহায্য করেছে তাদেরকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ তিনি।

Labaid
BSH
Bellow Post-Green View