
ইয়েমেনের রাজধানী সানায় কয়েকটি মসজিদে গাড়িবোমা ও বিমান হামলায় কমপক্ষে ৫০ জন হতাহত হয়েছে।
নিরাপত্তারক্ষীরা জানিয়েছে, দুটি গাড়ি বোমা হামলার ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। হাউদি বিদ্রোহীদের সদরদপ্তর হিসেবে ব্যবহৃত একটি ভবনেও হামলা হয়েছে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এসব হামলার দায় স্বীকার করেছে। অনলাইন বিবৃতিতে আইএস জানিয়েছে তারা বিভিন্ন মসজিদের বাইরে চারটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।