ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। হেলিকপ্টারটিতে চার উদ্ধারকর্মী ও নৌবাহিনীর চারজন ক্রু ছিলেন।

হেলিকপ্টারটি স্থানীয় সময় রোববার জাভার মধ্যাঞ্চলীয় তেমাংগুংয়ের একটি পাহাড়ে বিধ্বস্ত হয়।
উদ্ধারকারী সংস্থাটির প্রধান মুহাম্মাদ সিয়াউগি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, দুর্ঘটনাস্থল থেকে সবগুলো লাশ উদ্ধার করে সনাক্ত করা হয়েছে।
হেলিকাপ্টারটি মধ্য জাভার পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। সেখানে রোববার বিকেলে দিয়েং প্লাতিয়াউয়েতে একটি আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়।