বিজ্ঞাপন
ইউয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় জয় পেয়েছে টটেনহাম হটস্পার্স। তবে একই দিনে ড্র করেছে বড় দল লিভারপুল। আর হেরেছে জার্মান জায়ান্ট বরুশিয়া ডর্টমুন্ড।
ফরাশি ক্লাব মোনাকো কে ৪-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পার। ম্যাচের দ্বিতীয়, পনেরো ও সাইত্রিশত মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এরিক লামেলা। ৬১ মিনিটে এল শারাবি একটি গোল পরিশোধ করলেও ৭৭ মিনিটে থমাস ক্যারলের গোলে ৪-১ এ জয় নিশ্চিত হয় টটেনহামের।
অন্য ম্যাচে সুইস ক্লাব সিওন এর সাথে গোলশূন্য ড্র করেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল।
এদিকে গ্রীক ক্লাব পাওক এর সাথে হেরেছে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। তবে দ্বিতীয় আগেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়েছে টটেনহাম, লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের।
বিজ্ঞাপন