ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেনের চলমান যুদ্ধে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইউক্রেনে কমপক্ষে ৩৭ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫০ জন।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, এই যুদ্ধের প্রভাবে ১০ লাখেরও বেশি শিশু পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
অবিলম্বে এই আক্রমণ বন্ধ করা উচিত জানিয়ে এক বিবৃতিতে রাসেল বলেন, হাসপাতাল, পানি ও স্যানিটেশন সিস্টেম এবং স্কুলসহ- বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোতে আক্রমণ অযৌক্তিক।
তিনি আরও বলেন, ‘ইউক্রেনের শিশুদের অতিসত্বর স্বস্তি দরকার।’