বিজ্ঞাপন
ইউক্রেনের সীমান্তে রুশ সেনাদের আনাগোনা বেড়ে যাওয়ায় পূর্ব ইউরোপে মোতায়েনের জন্য প্রায় সাড়ে আট হাজার মার্কিন সেনাকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।
বিবিসির খবরে বলা হয়েছে, ইউক্রেনে সম্ভাব্য রুশ আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান লয়েড অস্টিন।
তিনি আরো বলেন, ন্যাটোর রেসপন্স ফোর্স কাজ শুরু করা মাত্রই যেন মার্কিন কমব্যাট বাহিনী তাদের সমর্থন দিতে পারে, সেই প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
ওদিকে ইউক্রেনের পূর্ব সীমান্তে স্থল, সমুদ্র এবং আকাশ পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ন্যাটো।
সামরিক জোটের মহাসচিব এক বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার আক্রমণের সম্ভাবনা বেড়ে যাওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
ওই ঘোষণার নিন্দা জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে যা কিছু ঘটছে তার জন্য রাশিয়া দায়ী নয়। বরং, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ওইসব কর্মকান্ড করছে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন তথ্য ছড়াচ্ছে।
রাশিয়া বরাবরই ইউক্রেনের বিরুদ্ধে সীমান্ত এলাকায় লক্ষাধিক সেনা জমায়েতের অভিযোগটি অস্বীকার করে আসছে।
বিজ্ঞাপন