বিজ্ঞাপন
ইউক্রেনের পূর্ব সীমান্তে স্থল, সমুদ্র এবং আকাশ পথে নিরাপত্তা শক্তিশালী করেছে ন্যাটো। সামরিক জোটের মহাসচিব এক বিবৃতিতে জানিয়েছেন, রাশিয়ার আক্রমণের সম্ভাবনা বেড়ে যাওয়ায় তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। ওই অঞ্চলে সেনা সদস্যও বাড়াতে প্রস্তুত রয়েছে মার্কিন প্রশাসন।
ওই ঘোষণার নিন্দা জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, ইউক্রেনে যা কিছু ঘটছে তার জন্য রাশিয়া দায়ি নয়। বরং, যুক্তরাষ্ট্র এবং ন্যাটো ওইসব কর্মকাণ্ড করছে ও উদ্দেশ্যপ্রণোদিত বিভিন্ন তথ্য ছড়াচ্ছে।
ইউক্রেনে চলমান উত্তেজনার মধ্যে দেশটিতে মার্কিন দূতাবাসে কর্মরতদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন