নেপালে দুর্ঘটনার শিকার ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজের অন্তত ৪২ জন যাত্রী মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। আহত অবস্থায় ২৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নেপালের পর্যটন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি সুরেশ আচার্য।
৭৮ জন ধারণক্ষমতার বোমবার্ডিয়ার ড্যাশ ৮ কিউ৪০০ উড়োজাহাজটিতে ৬৭ জন আরোহী ছিল বলে জানা গেছে। ৩৭ জন পুরুষ ও ২৭ জন নারী ছাড়াও উড়োজাহাজটিতে ছিলো শিশু।
সোমবার দুপুর তিনটার দিকে উড়োজাহাজটি নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন এয়ারপোর্টের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। বিমানটি ঢাকা থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ২০ মিনিটে নেপালে অবতরণ করার সময়েই দুর্ঘটনার শিকার হয়।
যান্ত্রিক ত্রুটির কারণে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।







