চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো: চিকিৎসক

দিনাজপুরের ঘোড়াঘাটে দৃবৃত্তদের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থা এখন অনেকটা ভালো বলে জানিয়েছেন নিউরো সায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।

তবে আগামী শনিবার তার মাথার সেলাই কাটা না হওয়া পর্যন্ত তাকে এইচডিইউতে রাখা হবে বলে জানান তিনি।

Bkash July

বুধবার সকালে ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে যান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

এসময় গণমাধ্যমকে তিনি জানান, ওয়াহিদা তার এলাকার মেয়ে। তিনি খোঁজ খবর রেখেছিলেন। তার শারীরিক অবস্থা এখন ভালো।

Reneta June

এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও শাস্তির আওতায় আনা হবে বলে জানান মন্ত্রী।

গত ৩ সেপ্টেম্বর ভোরে সরকারি বাসভবনে হামলা করা হলে ইউএনও ওয়াহিদা ও তার বাবা শেখ ওমর আলী গুরুতর আহত হন। এরপর ওয়াহিদা খানমের অবস্থা খারাপ হলে হেলিকপ্টারযোগে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ISCREEN
BSH
Bellow Post-Green View