চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইইউ’র প্রস্তাবে সংশোধন হচ্ছে ইপিজেড আইন

KSRM

বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম ক্রেতা জোট ইউরোপীয় ইউনিয়নে সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাদের প্রস্তাবে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল- ইপিজেড আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বুধবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে দুইদিনব্যাপী ডেনিম এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Bkash July

সরকার ইপিজেড আইন সংশোধের বিষয়ে ভাবছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ইপিজেড আইন নিয়ে অনেক কথা হয়েছে। বাংলাদেশের মোট পোশাকের ৫৪ শতাংশ রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে (ইইউ)। এই বাজার আমরা বিঘ্নিত হতে দেব না। ইইউর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। তাদের প্রস্তাব বিবেচনা করে ইপিজেড আইন সংশোধন করা হবে। ইতিমধ্যেই আইনটি সংসদ থেকে ফেরত আনা হয়েছে। সরকার এ বিষয়ে বেশ ইতিবাচক। এরপরও যদি কেউ কারো সঙ্গে বৈঠক করে কিছু বলে সেটা গ্রহণযোগ্য হবে না।

তবে ক্রেতা-বিক্রেতা উভয়কে একসঙ্গে কাজ করে টেকসই পোশাক শিল্প গড়ে তুলতে হবে বলে জানান তিনি।

Reneta June

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুয়েলিনেয়ার বলেন, ক্রেতা ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে একটি অনাস্থা তৈরি হয়েছে। তা দূর করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। এ বিষয়ে আশঙ্কার কিছু নেই।

অনুষ্ঠানে বক্তারা ডেনিমের পরিসর বাড়ানোর পরামর্শ দেন এবং ঝুঁকির বিষয়গুলো আলোচনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দেশি ও বেদেশি ৫০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে এক্সপোতে অংশ নিয়েছে। এবারের ডেনিম এক্সপো হচ্ছে ষষ্ঠ আসর। এতে চীন, ব্রাজিল, জার্মানি, হংকং, ভারত, পাকিস্তান, জাপান, ইতালি, স্পেন, তুরস্কসহ ১২টি দেশ অংশ নিয়েছে। এ এক্সপো চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী উপদেষ্টা ডা. তৌফিক-ই-এলাহী চৌধুরী, এসডিজিসের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআইর সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন, জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ, এইচ অ্যান্ড গ্রুপের বাংলাদেশ ও পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টর গুস্তাফ আশক, ডেনিম এক্সপোর্ট পরিচালক মহিউদ্দিন রুবেল প্রমুখ।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View