চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আ.খ.ম. হাসান কিন্তু শিল্পী!

বুধবার বিকেল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় বছরের প্রথম টেলিছবি ‘আমি কিন্তু শিল্পী’

KSRM

সমাজ ও কাছের মানুষগুলো যখন কোনো মেধাবী ব্যক্তিকে সম্মান না দেখিয়ে উপহাস করে, তখন সে ব্যক্তিটির মানসিকতা স্বাভাবিকভাবেই ভেঙে যায়। তেমনই সংগীত শিল্পী আনসার আলী কষ্ট পেয়ে নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে সৃষ্টি হয় নানান সমস্যা।

এমনই এক মজার গল্পে নির্মিত হয়েছে নতুন বছরে চ্যানেল আইয়ের প্রথম টেলিছবি ‘আমি কিন্তু শিল্পী’। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ আ.খ.ম. হাসান।

Bkash

টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন মৌসুমী হামিদ, মাসুম আজিজ, নিপা খান, খলিলুর রহমান কাদেরী, আশরাফুল আলম সোহাগ, নিথর মাহবুব, এ.বি. রশিদ, মাসুদ আহমেদ, সাদমান রানা, ক্লিনটন রোজারিও প্রমুখ।

চ্যানেল আই’য়ের মাঝ দুপুরের টেলিফিল্মটি প্রচার হবে বুধবার (৫ জানুয়ারি) বিকেল ৩টা ৫ মিনিটে। টেলিছবিটি রচনা করেছেন রাজীব মণি দাস। পরিচালনা করেছেন মীর সাখাওয়াত।

Reneta June

নাট্যকার রাজীব মণি দাস বলেন, ‘বর্তমানে যেখানে নাটক থেকে বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদী ও অন্যান্য চরিত্রগুলো বাজেট স্বল্পতার কারণ দেখিয়ে ছাঁটাই করা হচ্ছে; সেখানে আমার গল্পগুলোতে এ ধরনের চরিত্রগুলো বিদ্যমান থাকে। এই নাটকেও তাই হয়েছে’

গল্প ও নির্মাণ সম্পর্কে নির্মাতা মীর সাখাওয়াত বলেন, ‘গল্পটি খুবই চমৎকার, কমেডি ধাঁচের। খুব যত্ন নিয়ে এটি নির্মাণ করেছি। এমন ভালো গল্প পেলে কাজ করতেও ভালো লাগে। পরিবার-সমাজকেন্দ্রীক গল্প নির্ভর টেলিফিল্মটি সব শ্রেণির দর্শকের ভালো লাগবে বলে আমি আশাবাদী।’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View