চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আয়ারল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ তিন ভেন্যুতে

সিলেট-চট্টগ্রাম-মিরপুর

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলে ইংল্যান্ড চলে যেতেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ছাড়াও রয়েছে একটি টেস্ট ম্যাচ। আইরিশদের বিপক্ষে ৫ দিনের ম্যাচ এবারই প্রথম খেলবে টিম টাইগার্স।

তিনটি ভেন্যুতে তিন ফরম্যাটের সিরিজ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে মাঠের লড়াই।

আগামী ১২ মার্চ ঢাকায় আসবে আইরিশরা। ১৫ মার্চ রয়েছে প্রস্তুতি ম্যাচ। ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো।

২৭, ২৯ ও ৩১ মার্চ টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের একমাত্র টেস্ট ৪-৮ এপ্রিল অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Labaid
BSH
Bellow Post-Green View