আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর চেয়ারম্যান, চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস মুফতি ওবাইদুল হক নঈমী (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার বিকেল ৫টায় বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে এবং অসংখ্য গুণাগ্রাহী রেখে যান।

তার ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর নেতবৃন্দসহ বিশিষ্টজনেরা বিবৃতিতে বলেছেন: আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী দেশব্যাপী আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। তার ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন।
বিজ্ঞাপন
নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
আগামীকাল মঙ্গলবার বাদ জোহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর মাদ্রাসার পাশে তাকে দাফনের কথা রয়েছে।