আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের মাঝে হাসি ফুটছে
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাদারীপুরে অসহায়-দুঃস্থ ভূমিহীনদের মুখে হাসি ফুটেছে। নিজের একটি ঘর থাকার কথা যারা কখনও চিন্তাও করতে পারেননি, তারা এখন দুই শতাংশ জমিসহ একটি ঘরের মালিক। সরকারের কাছ থেকে জমিসহ ঘর পেয়ে আবেগাপ্লুত তারা।