চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আশংকাজনক হারে কমে গেছে কাপ্তাই হ্রদের মাছ

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আশংকাজনক হারে কমেছে মাছের বৈচিত্র্য। বড় কার্প জাতীয় মাছের পরিবর্তে সেখানে বেড়েছে দেশীয় ছোট মাছ কাচকি ও চাপিলা।

রাঙ্গামাটির মৎস্য অবতরণ কেন্দ্র চলছে ওই দুই জাতের মাছের ওপর নির্ভর করে। সেখানে জেলে, ব্যবসায়ী ও শ্রমিকের রয়েছে নানা অভিযোগ।

কাপ্তাই হদের বৈচিত্র্যময় দেশি মাছের সমাহারের জায়গাটি দখল করে নিয়েছে কাচকি ও চাপিলা, এই দুই প্রজাতির ছােট মাছ। জেলে ও ব্যবসায়ীরা বলছেন, নানা কারণেই মাছশূন্য হয়ে পড়ছে কাপ্তাই হ্রদ।

প্রতি বছর ঘটা করে যে পরিমাণ মাছ ছাড়া হয়, তাও তেমন কাজে আসে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে কাপ্তাই হ্রদের মাছের প্রধান কেন্দ্র রাঙ্গামাটি মৎস্য অবতরণ কেন্দ্রের নানা সংকট ও অব্যবস্থা নিয়ে অভিযোগ জমা হচ্ছে জেলে ও ব্যবসায়ীদের।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের স্থানীয় বিপনন কর্মকর্তা জাহিদুল ইসলাম আবার জানিয়েছেন নানা সীমাবদ্ধতার কথা।

এদিকে বিএফডিসি চেয়ারম্যান দিলদার আহমেদ জানিয়েছেন, বিষয়গুলোতে তাদের দৃষ্টি রয়েছে। কিন্তু এসব সংকটই দিনে দিনে কাপ্তাই হ্রদের ঐশ্বর্যকে ম্লান করে দিচ্ছে বলে দাবি জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে: