চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আলোকিত স্থাপনা: সুলতান হাজী হাসানাল বল্কিয়া মসজিদ

ফিলিপাইনের কোটাবাটো সিটির বরঙ্গে কালানগানানে অবস্থিত, সুলতান হাজী হাসানাল বল্কিয়া মসজিদ। কোটাবাটোর গ্র্যান্ড মসজিদ নামেও পরিচিত। এর স্থপতি ফেলিনো পালাফক্স। মসজিদটি নির্মাণে ব্যয় ৪৮ মিলিয়ন মার্কিন ডলার। ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোল্কিয়া, দক্ষিণ ফিলিপাইনের উদ্বৃত্ত মুসলমান জনগোষ্ঠীাকে সাহায্য করার জন্য নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে মসজিদটি নির্মাণ করেন। একসঙ্গে ৬০ হাজার মানুষ নামায আদায় করতে পারে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View