Site icon চ্যানেল আই অনলাইন

আলুর লোকসান থেকে বেরিয়ে আসতে লাউ চাষে মুন্সিগঞ্জের কৃষক

আলুতে টানা লোকসান গুনে বাধ্য হয়ে লাউ চাষে ঝুকছেন দেশের সবচেয়ে বড় আলু চাষ এলাকা মুন্সিগঞ্জের কৃষক। শত শত বিঘার লাউয়ের মাচা পাল্টে দিয়েছে এ মৌসুমের মাঠের চিত্র।

বর্ষা শেষে ডোবা জমিতে ভাসমান ক্ষেত তৈরি করে লাউ চারা রোপনের পদ্ধতিটি ছিল দক্ষিণাঞ্চলের, টেলিভিশনে দেখা সেই পদ্ধতি মুন্সিগঞ্জের বজ্রযোগিনী ইউনিয়নে নিয়ে আসেন কৃষক হাকিম দেওয়ান। এখন ভাসমান ক্ষেতই পরিণত হয়েছে বিঘার পর বিঘা লাউ মাচায়। অগ্রহায়ণের আলু রোপনের সেই গেরুয়া ক্ষেত পরিণত হয়েছে সতেজ সবুজে।

বছরের পর বছর লোকসান গুনে আলু চাষীরা এবার ক্ষ্যান্ত দিয়েছেন। হাকিম দেওয়ানের দেখাদেখি বিনিয়োগ করেছেন লাউ চাষে। জেলাব্যাপী ২’শ হেক্টরে এবার ছড়িয়েছে লাউ চাষ।

কৃষকের ক্ষেত থেকেই লাউ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকায়। এক মৌসুমেই লাখের অংক গুনছেন অনেক কৃষক।

কৃষি বিভাগের হিসেবে, লাউ চাষ করে আলুর তুলনায় তিনগুণ বেশি লাভবান কৃষক।

কৃষক বলছেন, লাভের সম্ভাবনা দেখলে নতুন যেকোনো প্রযুক্তি বা পদ্ধতি গ্রহণে প্রস্তুত তারা।

আরও দেখুন ‍ভিডিও রিপোর্টে:

Exit mobile version