
টিভি ক্যামেরা বারবার ঘুরে যাচ্ছিল আর্সেন ওয়েঙ্গারের দিকে। গানারদের ফরাসী কোচ যেন লুকাতে পারলে বাঁচেন! প্রতিপক্ষের স্টেডিয়ামের ডাগআউটে বসে তাকে দেখতে হয়েছে শিষ্যদের অসহায় আত্মসমর্পন। আর্সেনালকে নিয়ে ছেলেখেলা করে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। আর ঘরের মাঠে বার্নলির কাছে হোঁচট খেয়েছে টটেনহ্যাম।
ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যানফিল্ডে রোববার রাতে ১৭ মিনিটেই লিভারপুলের গোলের শুরুটা হয়েছে, রবের্তো ফিরমিনোর মাথা ছুঁয়ে আসা বলে। ডিফেন্ডার গোমেজের ক্রস থেকে ডি-বক্সের মাঝে দাঁড়িয়ে হেডে আর্সেনালের জালে বল জড়িয়ে দেন অলরেডদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার।
ম্যাচের ৪০ মিনিটে গানার সমর্থকদের আবারও হতাশ করেছেন ফিরমিনো। এই ব্রাজিলিয়ানের মাধ্যমে বাম প্রান্ত থেকে আসা ক্রসে বল পেয়ে কোনাকুনি শটে আর্সেনালের জালে দলের দ্বিতীয় গোল জড়ান সাদিও মানে।
ম্যাচের ৫৭ মিনিটে একক নৈপুণ্যে তৃতীয় গোল তুলেছেন মোহাম্মেদ সালাহ। নিজেদের অর্ধ থেকে দারুণ এক কাউন্টার অ্যাটাকে গানার গোলরক্ষক পিত্তর চেককে পরাস্ত করেন এই মিশরীয় ফরোয়ার্ড।

আর্সেনালের জালে গোলের হালি পূর্ণ হয়েছে ড্যানিয়েল স্টারিজের গোলে। মোহাম্মেদ সালাহর পাসে ৭৭ মিনিটে মাথা ছুঁয়ে দলের বড় জয় নিশ্চিত করেন এই ইংলিশ উইঙ্গার।
এই জয়ে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে লিভারপুল। আর তিন ম্যাচে মাত্র এক জয়ে টেবিলের ১৬’তে অবস্থান আর্সেনালের।
রাতের অন্য ম্যাচে বার্নলির সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে টটেনহ্যাম। ঘরের মাঠে ৪৯ মিনিটে ডেলে আলির গোলে জয় দেখতে পাচ্ছিল স্পাররা। কিন্তু ম্যাচের শেষ মিনিটে ক্রিস উডের গোলে জয় হাতছাড়া হয় স্বাগতিকদের।