চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আম পাড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা খুন

টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জহুরল হক হল শাখার সাবেক সহ-সভাপতি মেহেদী মোস্তফা রাজিব তার চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছেন বলে জানা গেছে।

আজ দুপুরে উপজেলার ফলদা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামে পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে। নিহত রাজিব ওই গ্রামের বে-সরকারি ব্যাংকে কর্মরত গোলাম মোস্তফার ছেলে।

Bkash July

ভূঞাপুর থানার ওসি মো.রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, আজ দুপুরে রাজিবের মায়ের সাথে আম পাড়াকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিহাদ ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে তার মাকে আঘাত করতে গেলে বাঁধা দেয় রাজিব। এসময় রাজিব কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরিকাঘাত করে জিহাদ। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

Reneta June

এবিষয়ে নিহত মেহেদি মোস্তফা রাজিবের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী শোভন জানান, রাজিব ২০০৬-২০০৭ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে জহিরুল হক হলের আবাসিক ছাত্র হিসাবে ভর্তি হোন। এরপর সে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালণ করে রাহাত-সমুন পরিষদের হল শাখার আইন বিষয় সম্পাদক ও পরে রিফাত-জয় পরিষদের হল শাখার সহ সভাপতির দায়িত্ব পালণ করেন।

তিনি আরো জানান, মেহেদি মোস্তফা নম্র ও স্বল্পভাষী স্বাভাবের ছেলে ছিলো। এছাড়া সে আইনজীবী হিসাবে পরীক্ষায় অংশ নিলেও এখনো কর্মজীবন শুরু করেননি।

ভূঞাপুর থানার ওসি মো.রাশিদুল ইসলাম জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মারা যাওয়ায় সেখানেই তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। আইনী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Labaid
BSH
Bellow Post-Green View