চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আম্পান বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স

ঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের পাশে দাঁড়াল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। পশ্চিমবঙ্গ সরকারের রিলিফ ফান্ডে আর্থিক সাহায্য করছে কেকেআর।

সাইক্লোনের দাপটে বিপর্যস্ত রাজ্যের একাধিক জেলা এবং শহর কলকাতা। অনেক প্রাণহানি হয়েছে। যেসব যায়গা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব স্থানে শাহরুখ ত্রাণ পাঠাবেন।

Bkash July

কলকাতা নাইট রাইডার্সের অফিশিয়াল পেজ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে লিখা হয়েছে, ‘কলকাতা এবং পশ্চিমবঙ্গের মানুষ কেকেআরকে সমর্থন করে এবং ভালবাসে অনেকগুলো বছর ধরে। আমাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠানোর ক্ষুদ্র প্রয়াস।’

জানা গেছে কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ পরগণা এলাকায় যাবে কেকেআর এর ত্রাণ।

Labaid
BSH
Bellow Post-Green View