চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড: মনোনয়নে এগিয়ে রডি রিচ ও দ্য উইকেন্ড

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০২০ এর মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এবছর ৮টি করে মনোনয়ন পেয়ে প্রতিযোগিতায় এগিয়ে আছেন রডি রিচ ও দ্য উইকেন্ড।

একাধিক বিভাগে মনোনীত হয়েছেন লেডি গাগা, টেইলর সুইফট, জাস্টিন বিবার, মেগান দি স্টেলিওন, দোজা কাট, ব্যাডবানি, বিটিএস এবং এক্সো।

Bkash July

২২ নভেম্বর বসবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ২০২০-এর আসর। আর্টিস্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে মনোনয়ন দেয়া হয়েছে দ্য উইকেন্ড, রডি রিচ, টেইলর সুইফট, পোস্ট মালোন ও জাস্টিন বিবারকে। ফেভারিট মেল আর্টিস্ট ক্যাটাগরিতে প্রতিযোগিতা করছেন দুজন বিদেশি শিল্পী।

দ্য উইকেন্ডের ‘দ্য ব্লাইন্ডিং লাইটস’ গানটি ফেভারিট মিউজিক ও ফেভারিট অ্যালবাম সহ মোট ৪টি মনোনয়ন পেয়েছে। ফেভারিট ফিমেল আর্টিস্ট সহ ৪টি মনোনয়ন পেয়েছেন টেলর সুইফট। জাস্টিন বিবারও চারটি মনোনয়ন পেয়েছেন। বিটিএস মনোনীত হয়েছে ফেভারিট গ্রুপ এবং ফেভারিট সোশ্যাল আর্টিস্ট ক্যাটাগরিতে। -পিঙ্ক ভিলা

Labaid
BSH
Bellow Post-Green View