চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আমির খানকে ‘দীননাথ মঙ্গেশকর’ সম্মাননা

‘৭৫তম মাস্টার দীননাথ মঙ্গেশকর’ সম্মাননা পাচ্ছেন বলিউড তারকা আমির খান, ক্রিকেট তারকা কপিল দেব, শাস্ত্রীয় সংগীতের তারকা কৌশিকী চক্রবর্তী। আগামী ২৪ এপ্রিল তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

জানা গেছে, ভারতের চলচ্চিত্রে অবদান রাখার জন্য আমির খানকে, ক্রিকেটে কপিল দেবকে আর সংগীতে কৌশিকী চক্রবর্তীকে এবার এই পুরস্কারে সম্মানিত করা হবে। এ ছাড়া হিন্দি চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হবে অভিনেত্রী বৈজয়ন্তিমালাকে।

Bkash July

হৃদয়েশ আর্টসের পক্ষ থেকে অবিনাশ প্রভাভালকর জানান, শিল্প, সাহিত্য, সমাজসেবাসহ একাধিক ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মান দেওয়া হবে। অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করবে হৃদয়েশ আর্টস ও দীননাথ শ্রুতি প্রতিষ্ঠান। টাইমস অব ইন্ডিয়া।

Labaid
BSH
Bellow Post-Green View