চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘আমরা চাই সকল পক্ষ মিলে একটা ভালো নির্বাচন করেন’

KSRM

নিজেদের মধ্যে বিরোধ না বাড়িয়ে সকল পক্ষ মিলে ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতিতে একটা ভালো নির্বাচন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

ঐতিহ্যবাহী ঢাকা মেট্রোপলিটন বার (আইনজীবী সমিতি) নির্বাচন নিয়ে বিরোধের মামলার শুনানি হয় বৃহস্পতিবার বিচারপতি মো: নুরুজ্জামানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগে। আজ আদালতে মেট্রোপলিটন বারের ‘নিয়মিত এক্সিকিউটিভ কমিটি’র পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম বদরুদ্দোজা। আর অ্যাডহক কমিটির পক্ষে শুনানি করেন আইনজীবী মেহেদী হাসান চৌধুরী।

Bkash July

এসময় বিচারপতি মো: নুরুজ্জামান বলেন, ‘আপনারা কি দু-পক্ষ নির্বাচন করতে রাজি আছেন? নাকি মামলা-মোকদ্দমা করে বার’টা (আইনজীবী সমিতি) ধ্বংস করবেন? আমরা চাই, আপনারা সকল পক্ষ মিলে একটা ভালো নির্বাচন করেন।’

এসময় সিনিয়র আইনজীবী মমতাজ উদ্দিন ফকিরকে উদ্দেশ্য করে বিচারপতি মো: নুরুজ্জামান বলেন,’ আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রেসিডেন্ট। আইনজীবী সমিতিতে গণ্ডগোল আপনারও তো একটা দায়িত্ব আছে। এগুলোর মিমাংসা হওয়া উচিৎ।’

Reneta June

একপর্যায়ে সর্বোচ্চ আদালত বলেন, ‘আমরা এবিষয়ে আগামী রোববার (ঢাকা মেট্রোপলিটন আইনজীবী সমিতি) নির্বাচন কমিশন বিষয়ে আদেশ দেবো। দু-পক্ষের ২ জন করে ৪ জন, আর বার কাউন্সিল থেকে ১ জনকে দিয়ে নির্বাচন কমিশন করে দেয়া হবে।’

এসময় বিচারপতি মো: নুরুজ্জামান আইনজীবীদের উদ্দেশে বলেন,’মানুষ আসে আপনাদের কাছে সেবা নিতে। আর আপনারাই যদি নিজেদের মধ্যে বিবাদ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কী হবে?’

এসময় হঠাৎ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন আদালতে বলেন, ‘মাই লর্ড এভাবেই আমাদের সুপ্রিম কোর্ট বারের নির্বাচনটা করা যায় না?’

তখন বিচারপতি মো: নুরুজ্জামান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের উদ্দেশ্য বলেন ‘আপনি একটার ভেতর আবার আরেকটা এনে ধান ভানতে শিবের গীত গাইয়েন না।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View