গেল মাসে ১৩ দিন শুটিং হয়েছিল শান্ত খান ও কলকাতার নায়িকা কৌশানি মুখার্জি অভিনীত জুটির প্রথম সিনেমা ‘প্রিয়া রে’র। সিনেমায় রাখালের চরিত্র ধারণ করতে দুই সপ্তাহ গোসল করেননি নায়ক শান্ত। একমাস বিরতি দিয়ে শুক্রবার থেকে চাঁদপুরের লক্ষ্মীপুরে শুরু হওয়ায় আবারও গোসল ছেড়েছেন এ নায়ক!
সিনেমাটি পরিচালনা করছেন পূজন মজুমদার। এটি তার পরিচালিত প্রথম সিনেমা। এর আগে গ্যাংস্টার রিটার্নস, ওয়ার্নিং, মেন্টাল, বসগিরি, শাহেনশাহসহ নয়টি সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি।
পরিচালক জানান, ২৭ তারিখ পর্যন্ত শুটিং হবে। এ লটে পুরো শুটিং শেষ হবে। শেষ লটের শুটিংয়ে অংশ নিতে ঢাকায় এসেছেন কৌশানি ও রজতাভ দত্ত।
পূজন মজুমদার বলেন, নায়ক-নায়িকার তিনটি গান, ক্লাইমেক্স ও রোম্যান্টিক দৃশ্যগুলো করবো। সিনেমা বানানো কোনো নরমাল জব নয়। নিজে প্রথম পরিচালনা করতে এসে ক্ষণে ক্ষণে টের পাচ্ছি। প্রথম সিনেমা প্রথম সন্তানের মত। তাই কোনো ছাড় দিচ্ছি না।

‘প্রিয়া রে’ সিনেমার শেষ লটের জন্য আবার গোসল ছেড়েছেন বলে জানিয়েছেন নায়ক শান্ত। এ প্রসঙ্গে পরিচালক বলেন, গোসল না করলে চেহারায় অন্যরকম ছাপ আসে। এই জিনিসটা স্ক্রিনে আনার জন্য তাকে গোসল থেকে দূরে রেখেছি। বুঝতে পারছি শান্তর কষ্ট হচ্ছে। তাকে কষ্ট দেয়ার কারণ যেন কাজটি ঠিকভাবে করতে পারে। আর কষ্ট না করলে কেউ বড় হতে পারে না।
সিনেমায় শান্ত খান অভিনয় করছেন রাখাল নূরুর চরিত্রে। তিনি বলেন, পরিচালক যেভাবে বলছেন সেভাবেই কাজ করছি। কী পরিমানে কষ্ট করতে হচ্ছে বলে বোঝাতে পারবো না। বাস্তবে আমি চেয়ারম্যানের ছেলে। কিন্তু সিনেমাতে ঠিক উল্টো। চেয়ারম্যানের মেয়ের সঙ্গে রাখালের বিভিন্ন ঘটনা ঘটবে। এরমধ্যেই টুইস্ট ও রিভেঞ্জ আছে।
শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘প্রিয়া রে’ সিনেমাটি বরিশালের এক চরে ঘটে যাওয়া সত্য ঘটনায় নির্মিত হচ্ছে জানান শান্ত খান।
পূজন মজুমদার বলেন, পোস্টের কাজ দেশের বাইরে করবো। সবকিছু ঠিক থাকলে ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তি দেব।